কলেজ শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ ও হয়রানির অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়কে ডি-লিংক পরিবহনের সব বাস চলাচল বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ৯টা থেকে সাভার থানা রোড এলাকায় আসা অন্তত ১৬টির বেশি বাস আটকে রাখে শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে আসা ধামরাইগামী একটি বাসে সাভার সরকারি কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে ওই অসদাচরণের ঘটনা ঘটে। মোজাম্মেল নামে ওই শিক্ষার্থী সাভার থানা রোড থেকে নিরিবিলি যাওয়ার জন্য ডি-লিংক পরিবহনের একটি বাসে ওঠেন। এ সময় স্টুডেন্ট ভাড়া দেওয়া নিয়ে চালকের সহকারীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই বাসটি তাকে নিরিবিলি না নামিয়ে জোরপূর্বক ধামরাই নিয়ে নামিয়ে দেয়।
গতকালের ঘটনার জেরে সকাল থেকে সাভার থানা রোড এলাকায় অবস্থান নিয়ে ডি-লিংক পরিবহনের বাসের চাবি কেড়ে নিয়ে চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। এতে অন্তত ১৬টিরও বেশি বাস সেখানে আটকে দেওয়া হয়।