1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৩০ পূর্বাহ্ন

ডু অর ডাই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

ডু অর ডাই ম্যাচ। যে জিতবে সেই যাবে সুপার টুয়েলভের মঞ্চে। এমন পরিস্থিতিতে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান।
শুক্রবার (২১ অক্টোবর) অস্ট্রেলিয়ার হোবার্টে বাংলাদেশ সময় সকাল ১০টায় মাঠে ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও গাজী টিভি।
সহজ সমীকরণের সামনে কঠিন বাস্তবতা। হারলেই বিদায়। বি গ্রুপে চার দলের সবার ২ পয়েন্ট। দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সমানতালে পাল্লা দিচ্ছে স্কটল্যান্ড। চমক দিয়ে শুরু অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রথম পর্বের শেষটাও আকর্ষণের।
তারুণ্য নির্ভর উইন্ডিজ। ওদের ড্রেসিংরুমে নতুন এক প্রজন্ম। যাদের দলগত নৈপুণ্যের অভাবে হোঁচট খেয়ে শুরু বিশ্বকাপ। ক্যারিবীয় ক্রিকেট মানে বিগ হিটের পসরা ওসব দেখা যায়নি গেল দু’ম্যাচে। নিকোলাস পুরাণ, এভিন লুইসদের সুপার টুয়েলভের পথে বাধা আয়ারল্যান্ড। যাদের সামর্থ্য, শক্তি সবই আছে লড়াই করার।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার জেসন হোল্ডার বলেন, ২০১২ কিংবা ২০১৬ সালের সঙ্গে আমাদের ড্রেসিংরুমের মিল নেই। তখনকার ক্রিকেটাররা টি-টোয়েন্টিতে অন্যদের ডোমিনেট করতো। পরিস্থিতি বদলেছে। ভালো দিক এটাই যে আমাদের বেশিরভাগ ক্রিকেটার তরুণ। সবার একসঙ্গে তারকা হওয়ার সুযোগ।
আয়ারল্যান্ড ক্রিকেটার শেইন বার্গার বলেন, দ্বিতীয় রাউন্ডে যেতে আমাদের জিততে হবে। স্কটল্যান্ড ম্যাচে অনেক কিছু শিখেছি এ ম্যাচে তা কাজে লাগাতে হবে।
টি টোয়েন্টিতে ৭ বারের দেখায় ৩ জয়ে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ডের দুই জয়। বাকি দু’ম্যাচ কেড়ে নিয়েছে বৃষ্টি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি