প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই ডেল্টা প্ল্যান-২১০০ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তথ্য-প্রযুক্তি সেক্টরে বাংলাদেশ উন্নতি করছে। আঞ্চলিক কানেকটিভিটির উন্নয়নে বাংলাদেশের দরজা উন্মুক্ত বলে জানান তিনি। সোমবার গণভবনে এডিবির ভাইস প্রেসিডেন্ট (অপারেশন-১) শিজিন চেন সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এ সহযোগিতা চান। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা এবং ভূমিহীন ও গৃহহীনদের অধিকতর ভালো জীবন নিশ্চিত করতে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জমিসহ ঘর দেওয়া হয়েছে। তিনি বলেন, তাদের জীবনমান উন্নত হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৬৫ সালের যুদ্ধের পর বন্ধ হওয়া কয়েকটি রুট পুনরায় চালু করতে হবে। নিয়োগের ক্ষেত্রে আঞ্চলিক ভারসাম্য আনতে এডিবির শীর্ষ পর্যায়ে বাংলাদেশি সিনিয়র অফিসিয়াল নিয়োগে সহযোগিতা চান প্রধানমন্ত্রী।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে খাদ্যের অভাব দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এডিবির ভাইস প্রেসিডেন্ট। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার আরও বেশি খাদ্য উৎপাদনের কর্মসূচি হাতে নিয়েছে।