বাংলাদেশে রাজনৈতিক বিতর্ক নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ সম্মেলনে অংশগ্রহণের বিরোধিতা করছে রাশিয়া।
রাশিয়া ড. মুহাম্মদ ইউনূসকে আসন্ন জাতিসংঘ সম্মেলনে ভাষণ দিতে বাধা দেওয়ার চেষ্টা করছে। রাশিয়ার দাবি, বাংলাদেশে প্রধান উপদেষ্টার পদে ড. ইউনূসের দায়িত্ব গ্রহণ অবৈধ ছিল বলে অভিযোগ করা হচ্ছে।
রাশিয়া জাতিসংঘের কাছে দাবি করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের সরকারি প্রমাণ চাওয়া হোক, যা এখনো জমা দেওয়া হয়নি বলে তারা বলছে। এই প্রমাণ ছাড়া রাশিয়া ইনসিস্ট করছে যে ইউনূসকে বক্তৃতা করতে দেওয়া উচিত নয়।
যদি এই পদক্ষেপ সফল হয়, তাহলে ড. ইউনূসের বাংলাদেশে ফিরে আসা নিয়ে উদ্বেগ রয়েছে।
এই পরিস্থিতি বাংলাদেশে রাজনৈতিক অবস্থা ও বৈশ্বিক কূটনীতির ওপর কী প্রভাব ফেলতে পারে তা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিস্থিতি কীভাবে আনফোল্ড হয়, আপডেটের জন্য চোখ রাখুন!
রাশিয়ার কূটনৈতিক সূত্র উল্লেখ করে ”বাংলার তাজা খবর“ নামের ফেইসবুক পেইজে রাশিয়ার প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিনের উদৃত করে একটি পোষ্ট দেয়া হয়েছে। পোষ্টটি ব্যাপক ভাইরাল হয়েছে। সেই পোষ্টটি এখানে সন্নিবেশিত করা হলো, এই উদৃতিটি সত্য কিংবা মিথ্যা যাচাই করার কোন অপসন ছিলো না।