গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন রাজনীতিতে ‘রহস্যপুরুষ’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘ড. কামাল হোসেন এখন মুখ খুলেছেন। তিনি বলে বেড়াচ্ছেন, সরকারকে বাইরে যেতে হবে। এজন্য নাকি সরকারের লোকজন টাকার পাচার করছেন।’
শুক্রবার (২ ডিসেম্বর) ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর ছাত্রলীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘তারেক রহমান সিঙ্গাপুরে টাকা পাচার করেছে। খেলা হবে এ অর্থপাচারের বিরুদ্ধে। এখনো যারা পাচার করছে, তাদের খবর আছে। শেখ হাসিনা কাউকে ক্ষমা করবেন না, খবর আছে..।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনাদের (বিএনপিকে) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান আপনাদের পছন্দ নয়, পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছে, সেই জায়গা আপনাদের পছন্দ নয়। আবার ১০ ডিসেম্বর থেকেই কিন্তু বুদ্ধিজীবী হত্যা শুরু হয়েছিল।’
কাদের বলেন, ‘আমরা বলেছি, পরিবহন ধর্মঘট হবে না। মালিক-শ্রমিক নেতারা অনুরোধ রেখেছেন। তবে সমাবেশের নামে যদি কোনো বিশৃঙ্খলা করা হয়, কোনো সহিংসতা করা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেবে।’
বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘খবর আছে, তারা এখন জঙ্গিদের মাঠে নামিয়েছে, অস্ত্রবাজদের মাঠে নামিয়েছে। আমাদের কাছে খবর আছে, বস্তায় বস্তায় টাকা আসছে দুবাই থেকে, হায়রে টাকা..।’