সুনামগঞ্জের শাল্লা উপজেলায় স্রোতে পড়ে নিখোঁজ মা দুর্লভ রানীর (৩০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিটে ছায়ার হাওরের মাউথি বাঁধ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয়। তবে এখনো নিখোঁজ দুই শিশু সন্তানের সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধার চেষ্টা করছে ফায়ার সার্ভিস।
এর আগে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাল্লা সরকারি কলেজ সংলগ্ন সেতুর ভাঙ্গা অংশ পারাপারের সময় নিখোঁজ হন উপজেলার হবিবপুর ইউনিয়নের বিলপুর গ্রামের রথীন্দ্র দাসের স্ত্রী দুর্লভ রানী দাস (৩০) তার মেয়ে জবা রাণী দাস (৭) ও ছেলে বিজয় দাস (৫)। নিখোঁজ হওয়ার পর থেকে রাতভর চেষ্টা করেও উদ্ধার করতে পারেনি স্থানীয়রা। এরপর খবর পেয়ে আজ সকাল থেকে ডুবরি দলের সাহায্যে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে স্থানীয় প্রশাসন।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু তালেব বলেন, নিখোঁজ হওয়া মা দুর্লভ রানীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশু সন্তানদের সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।