আসন্ন বর্ষা মৌসুমের পূর্বেই ঢাকাকে জলাবদ্ধতা থেকে পরিত্রাণ দিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নেতৃত্বাধীন নগর ভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক গন। বৃষ্টির মৌসুম শুরু হওয়ার আগেই ঢাকা দক্ষিণের প্রতিটি ওয়ার্ড সরজমিনে পর্যবেক্ষণ করছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তাপস। মেয়র তাপস বলেন নগরীতে জলবদ্ধতা এবং ডেঙ্গু থেকে পরিত্রান দেওয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অভিযানে তিনি দখলকৃত খাল উদ্ধার ও বন্ধ হয়ে যাওয়া নালা সংস্কার করে পানি নিষ্কাশনের জন্য ঢাকা দক্ষিণাঞ্চলে বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে যাচ্ছেন । আজ রাজধানীর ৪৬ নং ওয়ার্ডের অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্যতম প্যানেল মেয়র শহীদুল্লাহ মিনু , এবং ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফ হোসেন ছোটন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।