মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব: ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এর সহিত কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন এর নেতৃবৃন্দের সহিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার মহানগর দায়রা জজ এর খাসকামরায় কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন এর সদস্যদের সাথে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
এদিন মহানগর দায়রা জজ হিসেবে মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন যোগদান করায় কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন এর পক্ষ থেকে তাকে ক্রেষ্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় তিনি আইন ও আদালতের বিচার ব্যবস্থা নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন এর সদস্যদের প্রতি আহব্বান জানান। সর্বপরি আদালত প্রাঙ্গনে আইনশৃংখলা এবং নিরাপত্তা যেন বজায় থাকে তার জন্য সাংবাদিকদের সচেষ্ট থাকার অনুরোধ জানান।
কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন এর সভাপতি মোঃ রুবেল হাওলাদারের সভপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ গাফফার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন এর কার্যকরী কমিটি সদস্যসহ উপদেষ্টা মন্ডলীর সদস্যরা।