সাজাদুর রহমান সাজু: ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির সাধারণ সভা ও নতুন কার্য নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
গত শনিবার বাদ মাগরিব ২০ নং চামেলিবাগ শান্তিনগর ঢাকায় বিশিষ্ট কর আইনজীবি এড. মোঃ ওবায়দুল হক সরকার বাবলু সাহেবের চেম্বার কক্ষে গোবিন্দগঞ্জ সমিতির প্রতিষ্ঠাতা কালীন সদস্য ইঞ্জিনিয়ার এ.কে. এম. ফজলে রাব্বি’র সভাপতিত্বে ঢাকাস্থ অবস্থানরত গোবিন্দগঞ্জবাসীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় গোবিন্দগঞ্জ সমিতির সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ মজিবুর রহমান সাহেব অসুস্থতার কারণে ভার্চুয়াল বক্তব্যে রাখেন এবং সভা পরিচালনার জন্য জনাব রাব্বীকে সদয় সম্মতি প্রদান করেন ও উক্ত সভার ১,এড. মোঃ ওবায়দুল হক সরকার বাবলু ও ২, এড.ড. ইবনে আজিজ মোঃ নুরুল হুদা ফরহাদ উভয়ে মিলে সভাটি পরিচালনা করেন।
তিনি আরো বলেন সভায় সবার মতামতের উপর ভিত্তি করে যে সিদ্ধান্ত নেয়া হবে তার সাথে তিনি সম্পূর্ণ রূপে একমত। উপস্থিত সবাই ভার্চুয়াল বক্তব্য শোনেন ও মতামত পোষণ করেন। গোবিন্দগঞ্জ সমিতির স্থবিরতা চরম আকার ধারণ করায় সেখান থেকে বেরিয়ে আসার জন্য এবং সমিতি কে বেগবান করে হারানো গৌরব পুনরায় অর্জনের জন্য উক্ত সভায় পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে আলোচনা শুরু হয়। সভায় ব্যাপক দিক নির্দেশনামূলক আলোচনা সহ অনেকে গঠনমূলক আলোচনা করেন।
অতঃপর সর্বসম্মতিক্রমে ৩ বছরের জন্য ১৭ আগস্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।
এই আংশিক কমিটি পরবর্তী ১৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করা হবে বলে ঘোষণা দেন।
উক্ত আংশিক কমিটি নিম্নরূপ
সভাপতি বিশিষ্ট করা আইনজীবী গাইবান্ধা জেলা বিএনপি ও গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব এড. মোঃ ওবায়দুল হক সরকার বাবলু।
সহ-সভাপতি সর্বজনাব ১) মোঃ আনিসুল হক
২) আওয়ামী লীগ নেতা জনাব ফেরদৌস আলম রাজু
৩) ইঞ্জিনিয়ার মোঃ শহিদুল ইসলাম।
মহাসচিব বিশিষ্ট আইনজীবী ও গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব এড. ড. ইবনে আজিজ মোঃ নুরুল হুদা ফরহাদ।
যুগ্মমহাসচিব সর্বজনাব
১) এস. এম. সরকার পল্লব
২) সানোয়ারুল হক সনি
৩) আক্তার ফারুক রিপন।
অর্থ সম্পাদক জনাব ইব্রাহিম আকন্দ।
প্রচার ও গনসংযোগ সম্পাদক জনাব মোঃ রেদওয়ান সাব্বির রিয়াদ।
আইন সম্পাদক জনাব এড. মোঃ সোহেল রানা।
শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ শাহিন।
মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম সাথী।
তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জনাব মোঃ আশরাফুল ইসলাম।
ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব সামিউল আলম রাসু।
সভাশেষে গোবিন্দগঞ্জ সমিতিকে পুনরায় উজ্জীবিত করে গোবিন্দগঞ্জবাসির জন্য কল্যাণকর কার্যক্রমের মধ্য দিয়ে কমিটিকে অগ্রসর করার আহ্বান জানান নবনির্বাচিত কমিটির সভাপতি ও মহাসচিব।
উল্লেখ্য গোবিন্দগঞ্জের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা ৩২ গাইবান্ধার ৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য বিশিষ্ট সমাজসেবক মরহুম আব্দুল মোত্তালিব আকন্দ সরকারি চাকুরী অবস্থায় ১৯৮৩ সালে গোবিন্দগঞ্জের সাধারণ জনগণের কথা চিন্তা করে এই ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতি প্রতিষ্ঠা করেন। তিনি এ সমিতির মাধ্যমে গোবিন্দগঞ্জের অসহায় দুস্থ গরিব মানুষের মাঝে বন্যার সময় ত্রাণ বিতরণ বেওয়ারিশ লাশের দাফন কাফনের ব্যবস্থা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদান, এলাকার গরিব মেয়েদের বিয়ে ব্যবস্থা পড়তেন এবং রোগীদের চিকিৎসার সেবা প্রধান সহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করতেন। এই সমিতির মাধ্যমে গোবিন্দগঞ্জে নারী শিক্ষার জন্য গোবিন্দগঞ্জ মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন।