মো: মিজানুর রহমান: ঢাকা আইনজীবী সমিতির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঢাকা আইনজীবী সমিতির ভবনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিন ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
এছাড়া অনুষ্ঠানে ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূরে আলম ভুইয়া ও চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ সানাউল্লাহসহ অন্যান্য বিচারকবৃন্দরা উপস্থিত ছিলেন।
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য আইনজীবীবৃন্দরা।