হরতালকে কেন্দ্র করে নরসিংদী সদরের জেলখানার মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছেন হেফাজত নেতারা। রোববার (২৮ মার্চ) সকাল ৭টা থেকে তারা সড়ক অবরোধ করে রেখেছেন।
সরেজমিনে দেখা গেছে, বাশাইল থেকে জেলখানার মূল গেট সংলগ্ন প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে হেফাজতের কর্মীদের মিছিল চলছে। মিছিলে প্রায় তিন হাজার কর্মী অংশ নিয়েছেন। এ সময় তারা দুনিয়ার মুসলিম এক হও, মোদির দুই গালে জুতা মারো তালে তালে, আমার ভাই শহিদ কেন, জবাব চাই জবাব চাই- স্লোগান দিচ্ছিল। তাদের অবরোধে এক কিলোমিটার এলাকাজুড়ে মালবাহী ট্রাকের সারি দেখা গেছে।
কথা হয় কয়েকজন আন্দোলনকারীর সঙ্গে। তারা বলেন, শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদের বাইরে গুলি করা হয়েছে। আবার কট্টর মুসলিম বিরোধী মোদিকে এদেশে সাদরে গ্রহণ করেছে। এসবের প্রতিবাদে আমাদের আজকের এ হরতাল।
এদিকে পর্যাপ্ত পুলিশ ও র্যাবের উপস্থিতি দেখা গেলেও তারা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি।