ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ মো. উকিল উদ্দিন (৭২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত দুইটার দিকে ঢামেক হাসপাতালের ৬০১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আল আমিন জানান, শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলের দিকে কয়েদি উকিল উদ্দিন হঠাৎ ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আজ রাত পৌনে দুইটার দিকে মেডিকেল ভবন-২ এর ৬০১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আল আমিন বলেন, তিনি মানবতাবিরোধী যুদ্ধ অপরাধ মামলার কয়েদি হিসেবে কারাগারে ছিলেন। তার কয়েদি নং ৮১৯/ ১৯ এবং বাবার নাম মৃত মোসলেম উদ্দিন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কয়েদি উকিল উদ্দিনের সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। পরে কারা কর্তৃপক্ষ ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করবেন।