মজিবুর রহমান সুজন, জেলা ষ্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার মনিয়ন্দ ইউনিয়নের তুলাইশিমুল গ্রামে তথ্য প্রযুক্তির মাধ্যমে সারাশি অভিযান চালিয়ে ০৫জন অপহরণ কারিকে গ্রেফতার ও অপহরীত ০১টি সিএনজি উদ্ধার করেছে আখাউড়া থানা পুলিশ।
সূত্রে জানা যায়,ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশামুল হক এর নির্দেশে, সহকারী পুলিশ সুপার মোঃ আতিকুর রহমান, কসবা সার্কেলের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ছমিউদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়।
গত ২৩/০৩/৩০২৫ইং তারিখ বিকাল অনুমান ০৬.০০ ঘটিকার সময় ভিকটিম এর স্ত্রী রোকসানা আক্তার আখাউড়া থানায় আসিয়া মৌখিক ভাবে জানায় যে, তাহার স্বামী সিএনজি সহ অপহরন হয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে অত্র আখাউড়া থানার এসআই(নিরস্ত্র) জহিরুল হক সঙ্গীয় ফোর্স সহ ঘটনার বিষয়ে সত্যতা যাচাইয়ের জন্য মোবাইল নাম্বারের সূত্র ধরে ইং২৪/০৩/২০২৫ তারিখ রাত ০৩.০০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন মনিয়ন্দ ইউনিয়নের তুলাইশিমুল গ্রামের অভিযান পরিচালনা করিয়া ঘটনাস্থল হইতে অপহরনকারী ০১। মেহেদী হাসান হৃদয়(২৯), পিতা-মৃত বাবুল মিয়া, সাং-তুলাইশিমুল, ২। অনিক মিয়া(২৫), পিতা-মৃত মোজাম্মেল হক, সাং-বড় গাংগাইল, ৩। মোঃ তুষার আহম্মেদ(১৯), পিতা-মোঃ ইয়াসিন মিয়া, সাং-বড় লৌহঘর, ৪। পারভেজ(২০), পিতা-মৃত জিলু মিয়া, সাং-ছয়ঘড়িয়া, ৫। মোঃ রাসেল মিয়া(২১), পিতা-মৃত রফিকুল ইসলাম, সাং-আইরল, সর্ব থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে গ্রেফতার করা হয় এবং ভিকটিমের ব্যবহৃত ০১ টি POCO এন্ড্রোয়েড মোবাইল ফোন সহ ভিকটিমের সিএনজি উদ্ধার করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদের জানায় যে, তাহারা পরস্পর সহযোগীদের সহায়তায় ভিকটিম সোহেল রানা(৩২), পিতা-হুমায়ুন মিয়া, সাং-বিরাসার(কবরস্থান সংলগ্ন আজিম বাড়ি), ইউপি-নাটাই, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে আখাউড়া থানাধীন কর্নেলবাজার থেকে সিএনজি সহ অপহরণ করার কথা স্বীকার করে। ২৪/০৩/২০২৫ তারিখ রাত্রিবেলা ভিকটিম সোহেল রানা(৩২) বাথরুম করার কথা বলিয়া টয়লেটে যাইয়া টয়লেটের টিনের বেড়া ফাঁকা করিয়া পালিয়ে যায়। বর্তমানে পরিবারের সহায়তায় ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে ভিকটিম সোহেল রানা চিকিৎসাধীন রয়েছে।
উল্লেখ্য যে, ২৩/০৩/২০২৫ তারিখ, ভোর রাত অনুমান ০৪.০০ ঘটিকার সময় ভিকটিম এর স্ত্রী রোকসানা আক্তার(২৮), সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে ভিকটিমের স্বামীর ইমুতে ফোন দিলে সে জানায় যে, তাহার স্বামী ভাড়া মারার জন্য আখাউড়া কর্নেলবাজার যাচ্ছে। পরে ভিকটিম এর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে -২৩/০৩/২০২৫ তারিখ বিকাল অনুমান ০৪.৫৩ ঘটিকার সময় অপহরনকারীরা জানায় যে, ভিকটিম সোহেলকে বাঁচাতে দ্রুত ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা চাঁদা দাবী করিয়া মোবাইল ফোন বন্ধ করে দেয়। উপরোক্ত ঘটনা সংক্রান্তে ভিকটিম স্ত্রী রোকসানা আক্তার বাদী হয়ে আখাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করিলে অপহরন মামলা রুজু করা হয়।
এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ছমিউদ্দিন মিডিয়া কর্মীদের জানান গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।