1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৪২ অপরাহ্ন

তদন্ত কমিটি গঠনসহ একদিনের শোক পরিদর্শনে যাচ্ছেন মোদি ওড়িশার রেল দুর্ঘটনাস্থল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ জুন, ২০২৩

পূর্ব ভারতের ওড়িশা রাজ্যে ‌একাধিক ট্রেনের সংঘর্ষে অন্তত ২৮৮ জন নিহত হয়েছেন। আরও ৯০০ জনকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে হতাহত আরো বাড়ার আশঙ্কা রয়েছে। এ ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিসহ ওড়িশা রাজ্যে একদিনের শোক ঘোষণা করা হয়েছে।

এদিকে, উড়িষ্যার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহতদের দেখতে তিনি হাসপাতালেও যেতে পারেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বলে জানা গেছে। এছাড়াও তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি, শিব শঙ্কর ও আনবিল মহেশ ঘটনাস্থল পরিদর্শনে রওনা হয়েছেন।

বর্তমানে দুর্ঘটনাস্থলে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চলছে। উদ্ধারকাজে সেনাবাহিনীকেও মোতায়েন করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর কর্নেল এসকে দত্ত জানান, সেনাবাহিনী গতকাল রাত থেকে ত্রাণ ও উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে এবং কলকাতা থেকে আরও সেনা সদস্যকে ডাকা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি