সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সরকার নির্ধারিত দামে আনুষ্ঠানিকভাবে ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে।
মঙ্গলবার (০৪ মে) দুপুরে তাহিরপুর উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এই ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাফিজ উদ্দিন, খাদ্য গুদাম কর্মকর্তা মো : মফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সদস্য সেলিম আখঞ্জী, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, সরকারের জারি করা নিয়ম অনুযায়ী তাহিরপুরে ধান চাল সংগ্রহ করা হবে। ধান সংগ্রহের ক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। অনিয়মের কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।