1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন

তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়লেন নাজলা বাউডেন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

তিউনিসিয়ার ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন নাজলা বাউডেন রোমধান। দেশটির প্রেসিডেন্ট কাইস সাঈদ আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী হিসেবে বিশ্ববিদ্যালয়ের সাবেক এই প্রকৌশলীর নাম ঘোষণা করেছেন।

সিএনএনের প্রতিবেদন থেকে জানা যায়, নাজলা বাউডেন রোমাধান পূর্বে ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করেছেন। এর বাইরে তার সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য জানা যায়নি।

প্রায় দুই মাস আগে বিক্ষোভের মুখে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে বরখাস্ত করে সংসদ বিলুপ্ত ঘোষণা করেন প্রেসিডেন্ট কায়েস সাঈদ। গত সপ্তাহে তিনি নতুন ডিক্রি জারি করেন।

এএফপির খবরে বলা হয়েছে, রোমাধান এমন সময়ে তিউনিসিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন যখন দেশটিতে নানাবিধ সংকট চলছে। ২০১১ সালে বিপ্লবের মাধ্যমে তিউনিশিয়ায় গণতান্ত্রিক যাত্রা শুরু করে। বর্তমান দেশটিতে ব্যাপক অর্থনৈতিক সংকট চলছে।

উল্লেখ্য, নাজলা বাউডেন শুধু তিউনিসিয়ারই প্রথম নারী প্রধানমন্ত্রী না, তিনি পুরো আরব বিশ্বের প্রথম কোনো নারী প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি