তাসকিন (৪-০-২৫-২)-শরিফুলের (৪-০-২৮-১) নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কাকে ১৭৪/৭-এ আটকে ফেলে সিরিজ জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ দল। তবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে।
সিরিজের শেষ ম্যাচের আগে হ্যামেস্ট্রিং ইনজুরিতে পড়ে পাথিরাণা ছিটকে পড়ায় প্রকারান্তরে লাভ হয়েছে শ্রীলঙ্কার।ক্যারিয়ারের প্রথম ৭ টি-টোয়েন্টিতে ৬ উইকেট শিকার যে ছেলেটির, পাথিরানার পরিবর্তে সিরিজের শেষ ম্যাচ খেলতে নেমে সেই তুষারা প্রথম স্পেলে (২-১-৪-৪) এলোমেলো করে দিয়েছে বাংলাদেশকে।
লঙ্কান পেসার নুয়ান তুষারার হ্যাটট্রিক, ক্যারিয়ারসেরা বোলিংয়ে (৪-১-২০-৫) সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ২৮ রানে হারিয়ে চতুর্থবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের উৎসব করেছে শ্রীলঙ্কা।
তুষারার প্রথম ওভারই ম্যাচে দু’দলের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছে বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিরিজ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন-‘আমার মনে হয় ওই বোলারকে (নুয়ান তুষারা) ক্রেডিট দিতে হবে। ওই একটা ওভার পিছিয়ে দিয়েছে অমাদেরকে।’
ইনিংসের চতুর্থ ওভারে কোনো রান না দিয়ে তিন উইকেট, এবং হ্যাটট্রিক করেছেন তুষারা। ওই ওভার সামাল দিতে পারলে খেলার ফলাফল অন্যরকম হতে পারতো বলে মনে করছেন শান্ত-‘ওই একটা যদি ওভার আরেকটু বেটার খেলতে পারতাম কিংবা নতুন বলটা আরেকটু ভালো খেলতে পারতাম তাহলে হয়তো ডিফারেন্ট বল গেম হতে পারতো।’
তুষারার অ্যাকশন এবং সুইং বাংলাদেশ ব্যাটারদের বিপদে ফেলেছে বলে মনে করছেন শান্ত-‘ওর অ্যাকশনটা তো অবশ্যই একটি ডিফারেন্ট। আমরা তো নরমালি ওই ধরণের অ্যাকশন খুব বেশি যে খেলি না। আগের দুই ম্যাচে পাথিরানাকে খেলেছিলাম। তাকে ভালভাবে হ্যান্ডল করেছিলাম। তবে আমার মনে হয় তুষারা শুরু থেকেই ওই অ্যাকশনের সঙ্গে বল একটু সুইংও করছিল, একটু ডিফিকাল্টও ছিল। সাইড আর্ম বলে বাউন্স ছিল না।’