1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন

ত্রিদেশীয় সিরিজ খেলতে আজ ঢাকা ছাড়বে বাংলাদেশ দল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সদ্য সমাপ্ত দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে মাত্র একদিনের বিশ্রাম নিয়ে এবার ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা। নিউজিল্যান্ডের মাটিতে স্বগতিকদের সঙ্গে পাকিস্তানসহ এই ত্রিদেশীয় সিরিজ খেলবে সাকিব বাহিনী।

আজ (৩০ সেপ্টেম্বর) রাতে ত্রিদেশীয় সিরিজ খেলতে রওনা দেবে দল। শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটে নিউজিল্যান্ডের বিমান ধরবে সোহান-লিটনরা। অধিনায়ক সাকিব আল হাসানের সরাসরি নিউজিল্যান্ড যোগ দেয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বিসিবি থেকে বলা হয়, টিম কাল চলে যাবে, সাকিব সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আগামী ৭ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। তিন জাতির টুর্নামেন্টটি দ্বৈত রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে হবে। অর্থৎ একে অপরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে। ১৪ অক্টোবর একই ভেন্যুতে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই সিরিজ।

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশ সরাসরি অস্ট্রেলিয়া চলে যাবে। ২৪ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

বাংলাদেশ স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও নাজমুল হোসেন।

স্ট্যান্ডবাই : শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান ও সৌম্য সরকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি