ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় থুতু ফেলা নিয়ে রোহেল (৩০) নামে এক যুবক তাঁর চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে সরাইল উপজেলার মোগলটুলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রোহেল ওই গ্রামের লিয়াকত আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রোহেলের ঘরের সামনে থুতু ফেলেন তাঁর চাচাতো ভাই কাউছার। থুতু ফেলার ঘটনার প্রতিবাদ করলে রোহেলের মা জরিনা বেগমের সাথে কাউছারের কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে সন্ধ্যায় আবারও দুই পরিবারের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মারামারিতে লিপ্ত হয়। এ সময় রোহেলকে টেঁটা দিয়ে আঘাত করেন কাউছারের ভাই আবু বক্কর। পরে রোহেলকে গুরুতর অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোহেলকে মৃত ঘোষণা করেন।
সরাইল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন জানান, এ ঘটনায় কাউছারের বাবা গেন্দু মিয়া ও মা আমেনা বেগমকে আটক করা হয়েছে। কাউছারসহ অন্য অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।