1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:০১ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ সমতা ফেরালো বাংলাদেশের যুবারা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ জুলাই, ২০২৩

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ সমতা ফেরালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯  ক্রিকেট দল।

আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ১৪ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে। সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ১০ রানে হেরেছিলো বাংলাদেশ। পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। দলকে ৬৪ বলে ৬০ রানের সূচনা এনে দেন দুই ওপেনার আদিল বিন সিদ্দিক ও চৌধুরি এমডি রিজওয়ান। সিদ্দিক ৪১ ও রিজওয়ান ২৫ রান করে থামেন।

মিডল অর্ডারে হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৪৮ রানে আউট হন আরিফুল ইসলাম। তবে হাফ-সেঞ্চুরির দেখা পান ছয় নম্বরে নামা মোহাম্মদ শিহাব জেমস। ৭১ বলে ৬৯ রানের ইনিংস খেলেন তিনি। শেষ দিকে জাকারিয়া ইসলাম শান্তর ২৮ ও মাহফুজুর রহমান রাব্বির ২৭ রানের উপর ভর করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৮ রান করে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার কুয়েনা মাফাকা  ও সিফো পোটসেন ২টি করে উইকেট নেন।
জবাবে শুরুটা ভালো না হলেও অধিনায়ক ডেভিড টিগারের হাফ-সেঞ্চুরিতে লড়াইয়ে ছিলো দক্ষিণ আফ্রিকা। এক প্রান্ত আগলে হাফ-সেঞ্চুরিও তুলে নেন টিগার। দলীয় ১৫৭ রানে রান আউট হন তিনি। ৯৩ বলে ৭৫ রান করেন প্রোটিয়া দলপতি।

পরবর্তীতে মিডল ও লোয়ার অর্ডারের ব্যাটাররা দায়িত্ব খেলতে না পারলে ৪৯ ওভারে ২৫৪ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের রাফি উজ্জামান রাফি ২৯ রানে ৩টি, রোহানাত দৌলা বর্ষন-আরিফুল ২টি করে উইকেট নেন। ব্যাট হাতে ৪৮ ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বাংলাদেশের আরিফুল।
একই ভেন্যুতে আগামী ১১ জুলাই সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি