1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন কোহলি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর থেকে। টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকা বিরাট কোহলির টেস্ট সিরিজ দিয়ে ফেরার কথা আন্তর্জাতিক ক্রিকেটে।
টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় উড়েও গিয়েছিলেন বিরাট কোহলি। তবে এখন দলের সঙ্গে নেই বিশ্বকাপের সর্বশেষ আসরের সেরা এই ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে এসেছেন বিরাট কোহলি।
পারিবারিক কারণে বোর্ডের অনুমতি নিয়ে তিন দিন আগে দেশে ফিরেছেন তিনি। তবে সেঞ্চুরিয়নে আগামী ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে পাওয়া যাবে বিরাট কোহলিকে।
এমন খবরই দিয়েছে ভারতীয় গণমাধ্যম। সন্তানসম্ভবা স্ত্রী অনুষ্কা শর্মা, এ খবর ইতোমধ্যে জেনেছে ক্রিকেট বিশ্ব। দ্বিতীয় সন্তানের মুখ দর্শনেই কী তাহলে দেশে ফিরেছেন বিরাট কোহলি ? এটাই প্রশ্ন।
এদিকে ওয়ানডে সিরিজে আঙুলের চোট পাওয়ার পর এখনো সেরে ওঠেননি টপ অর্ডার রুতুরাজ গায়কোয়াড়। টেস্ট খেলার সম্ভাবনা নেই বলে ২৬ বছর বয়সী এই ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে ভারতের টিম ম্যানেজমেন্ট। শনিবার দেশে ফেরার কথা তার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি