1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১১ জুলাই, ২০২১

অধিকার ও পছন্দই মুলকথা: প্রজনন স্বাস্থ্য ও অধিকার প্রাধান্য পেলে কাঙ্খিত জন্মহারে সমাধান মেলে। এ প্রতিপাদ্য বিষয় নিয়ে দক্ষিণ সুরমায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২১ পালিত হয়েছে।

বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষ্যে গতকাল রোববার (১১ জুলাই) দক্ষিণ সুরমা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় কর্তৃক ভার্চুয়াল সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তপন কান্তি ঘোষের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা সিলেটের সহকারী পরিচালক এ কে এম সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মইনুল আহসান।

সভাপতির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল হক। বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, পরিবার কল্যাণ সহকারী সমিতা সিংহ, পরিবার কল্যাণ পরির্দশিকা সুমি রায়, পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল কাদের, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মশহুদ আহমদ চৌধুরী।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক সাজেদুল ইসলাম, এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন পরিবার কল্যাণ সহকারী রিপা বিশ্বাস।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি