1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫০ পূর্বাহ্ন

দায়িত্ব ছেড়ে যারা পালায় তাদের দায়িত্ব রাখার দরকার কি?

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৭৭ বার দেখা হয়েছে
দায়িত্ব ছেড়ে যারা পালায় তাদের দায়িত্ব রাখার দরকার কি?
বিটিভি ভবনে হামলা,আগুন- ভাঙচুর

এম.জি. কিবরিয়া চৌধুরীঃ দুর্যোগ,দুর্ভোগ,সংকটে যারা দায়িত্ব ছেড়ে পালায় তাদের দায়িত্বে রাখার দরকার কি? সম্প্রতি কোটা বিরোধী সাধারন ছাত্র আন্দোলনের এক পর্যায়ে আন্দোলনকারীদের ভেতরে ডুকে সহিংসতা দেশ ও সরকার বিরোধী সংঘবদ্ধ ও পরিকল্পিতভাবে ধ্বংসযজ্ঞ করে।রাষ্ট্রের গুরুপ্তপূর্ন স্থাপনায় হামলা করে অগ্নিসংযোগ করে। শত শত কোটি টাকার ক্ষতি সাধন করে। ছাত্র আন্দোলনের সাথে সরকার বিরোধীদের সংমিশ্রণ ঘটা দোষের কিছু নেই। জামায়াত, বিএনপি কিংবা ১৭ দল মিলে গন আন্দোলন করাও দোষের কিছু নেই। রাজনৈতিক দলগুলো এমনই করে থাকে। রাজনীতিতে সুযোগ বুঝে কোপ মারা একটা কৌশল। প্রশ্ন হলো, ৭৫ বছর বয়সী আওয়ামীলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠন সহ-লাগাতার ১৫ বছরের সুবিধা ভোগীরা কোথায় ছিল? তাদের কি  মোটেও দায়িত্ব ছিল না। পরিস্থিতির সামনে দাড়িয়ে মোকাবেলা করা কিংবা প্রতিরোধ করা।সেগুন বাগিচার কাউন্সিলার সপ্তাহে একবার টিসিবির মালপত্র বিতরন করে থাকেন। আবার নানান সাহায্য করতে দেখা যায়। শত শত মানুষ উপকারভোগী। কোটা আন্দোলনে বিজয় নগর যে তান্ডব চলছিল কমিশনার যদি দলবল ও সুবিধা ভোগীদের একত্রিত করে দাঁড়াতো তাহলে বিজয়নগর এত সংঘাত হতোনা।ঐ সময় কেন? গত পাঁচ দিনেও কাউন্সিলারকে দেখা যায়নি। অথচ দায়িত্বটা ছিল তার ।আর তিনি দায়িত্বটা পালন করেনি। ঢাকায় ‘দু’জন মেয়র, ৩০০ কাউন্সিলার, ২৫ জন সংসদ সদস্য, ৭৫জন উপজেলা পরিষদ চেয়ারম্যান,ইউনিয়ন পরিষদ, সব মিলে আরো কত? ৩৫০ জন সংসদ সদস্য,  প্রায় ৫০০ উপজেলায়  জন প্রতিনিধি- সবাই আওয়ামীলীগের। জনগন ও সম্পাদের ওপর আক্রমনের সময় উনারা প্রতিরোধ করার কথা। এটা উনাদের দায়িত্ব। সে দায়িত্ব উনারা পালন করেনি। এখন আবার উনারাই দায়িত্বে। টেলিভিশন ভবনকে কেন্দ্র করে  মস্ত বড় নিরাপত্তা বলয়। পুলিশ, আনসার সহ বিটিভির নিজস্ব নিরাপত্তা বোস্টনী। নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা একজনও মারা যায়নি। একজনকেও মারেনি। তাহলে তাদের দায়িত্বটা কি? দুর্যোগের সময় যারা দায়িত্ব পালন করতে পারেনি, পালিয়েছে, তাদের এখন দায়িত্বে রাখার দরকার কি? মহাখালী ডাটা সেন্টারে অগ্নি সংযোগ। দুর্যোগে ব্যবস্থাপনার ৫০টি গাড়িতে অগ্নি সংযোগ করা হয়।একটি গাড়ির একজন চালক সাথে নিরাপত্তা কর্মী সহ ভবনের নিরাপত্তা কর্মী মিলে ১৫০/২০০ লোক ছিল। হামলার সময় এরা সবাই পালিয়েছে। তাদের দায়িত্ব ছিল প্রতিরোধ করা। হামলার সময় প্রতিরোধ তো দূরের কথা, সবাই পালিয়েছে। এসব দায়িত্বহীন পালায়নরত দায়িত্ববানদের এখন দরকার কি? অনেকেই প্রশ্ন তোলেছেন যে, কোটা বিরোধী আন্দোলন এতটা ভয়ংকর রূপ ধারন করবে এমন ধারনা কারোই ছিল না, ফলে সরকার প্রশাসন আইন-শৃঙ্খলা বাহিনী সহ আওয়ামীলীগের তেমন কেন প্রস্তুতি ছিলনা। আগাম কোন তথ্যই ছিলনা কারোর। দেশের গোয়েন্দা সংস্থা গুলো ও এ দায় এড়াবেন কি করে। এ প্রশ্ন সচেতন মহলের।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি