দারুল ইহসান বিশ্ববিদ্যালয় নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশ ও নির্দেশনা জারির পর বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য প্রফেসর ড. সৈয়দ আলী নকীর দায়ের করা রিটের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ২৯টি আউটার ক্যাম্পাস সম্পর্কে হাইকোর্ট স্থগিতাদেশ জারি করেন। সেই স্থগিতাদেশ এখনো বহাল থাকায় কার্যত দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ওই ২৯টি ক্যাম্পাস বৈধ, শিক্ষাদান বৈধ ও শিক্ষার্থীদের অর্জিত শিক্ষা সনদও বৈধ । তারপরও বিশ্ববিদ্যালয়টিকে নিয়ে ধোঁয়াশা কাটছে না; সাবেক ও বর্তমান মিলিয়ে শত শত শিক্ষার্থী পড়েছে চূড়ান্ত অনিশ্চয়তায় ।
দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ২৯টি আউটার ক্যাম্পাসের পরিচালক মাহমুদ আহমেদ খুব স্পষ্ট করেই বলেন, শুধু হাইকোর্টের স্থগিতাদেশই
নয়, শিক্ষা মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্ত এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ২৯টি
আউটার ক্যাম্পাস পরিচালনা অবৈধ নয় এবং ওই ক্যাম্পাস থেকে পাশ করা শিক্ষার্থীদের শিক্ষা সনদও অবৈধ নয় । এই বৈধতার প্রশ্নে কোনও আইনি বাধা নেই ।
অর্থাৎ দাঁড়াচ্ছে এই, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ২৯টি আউটার ক্যাম্পাস এখনো বৈধ, বৈধ ওই ক্যাম্পাস থেকে পাশ করা শিক্ষার্থীদের শিক্ষা সনদও।