দিনাজপুরঃ দিনাজপুরে কিছুতেই ঠেকানো যাচ্ছে না করোনার সংক্রমন।দিনের পর দিন ক্রমশই বৃদ্ধি পাচ্ছে করোনা শনাক্তের হার।গত ২৪ঘন্টায় নতুন করে আবারও ৭৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হওয়ায় এখন পর্যন্ত দিনাজপুরে সর্বোমোট আক্রান্তের সংখ্যা ৬৪৪৩জন।তবে এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন৫৬৯৫জন।সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডাক্তার শাহ মোঃ এজাজ উল হকের প্রস্তুতকৃত সর্বশেষ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় গত ২৪ঘন্টায় দিনাজপুরে আক্রান্তের হার ৩৮.৯৭শতাংশ।২৪ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছিল ২০২টি এবং পরীক্ষা করাহয়েছে ১৯৫টি।নতুন করে ছাড়পত্র পেয়েছেন ৯০জন এবং কোয়ারেন্টাইনে গেছেন ২৩০জন।বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৪জন। এছাড়াও নতুন করে আক্রান্তদের মধ্যে সদরে ৬০জনসহ এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩৬৮৪জন এবং মোট মৃত ৭১জন নতুন সুস্থ্য ৭জন সহ মোট সুস্থ্য হয়েছে ৩২০২জন এবং বর্তমান রোগী ৪১১জন। বিরলে নতুন আক্রান্ত ১জন সহ এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩৫৩জন.মোট মৃত ৮জন,মোট সুস্থ্য ৩৩২জন,বর্তমান রুগি১৩জন।দিনাজপুরের পরেই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা পার্বতীপুরে।এখন পর্যন্ত পার্বতীপুরে মোট আক্রান্তের সংখ্যা ৪৯৯জন নতুন ৩জনসহ এখন পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৪৬০জন এবং বর্তমান রুগি২৮জন।এখন পর্যন্ত মোট মৃত্যুবরন করেছে ১১জন।তবে মৃতের সংখ্যা সদরের পরে চিরিরবন্দর রয়েছে।এখানে এখন পর্যন্ত করোনায় ১২জন মৃত্যুবরন করেছে।তবে গত ১৫জুন থেকে দিনাজপুরে করোনার সংক্রামন রোধে ৭দিনের লকডাউন দেয়া হয়েছে।দিনাজপুর প্রশাসনের পক্ষ থেকে বলা হয় করোনার নিয়ন্ত্রণে সার্বিক পর্যবেক্ষন চলছে এবং করোনার প্রার্দূভাব ঠেকাতে আমরা সব দিক দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি।তবে সর্বোপরি দিনাজপুরে যে হারে করোনার সংক্রমন বাড়ছে জনগন যদি এখনও সচেতন না হয় তাহলে শুধু কড়া পাহাড়া দিয়েও লাভ হবে না।নিজেদের ভালো যদি কেউ না চায় তবে ধরে বানদে কতক্ষন তাদের ভালো রাখার চেষ্টা করবেন? তবে আমাদের চেষ্টা সর্বদা অব্যাহত থাকবে।