1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন

দিল্লির বিপক্ষে ট্রাম্পকার্ড হতে পারেন মোস্তাফিজ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের হয়ে পরের ম্যাচে ট্রাম্পকার্ড হতে পারেন মোস্তাফিজুর রহমান। দীর্ঘ ৫ বছর পর আইপিএল ম্যাচ আয়োজনের অপেক্ষায় থাকা বিশাখাপত্তনমের পিচ সহায়তা করবে কাটার মাস্টারের বোলিং অ্যাকশনকে। পাশাপাশি অভিজ্ঞতার কারণে দিল্লির বিপক্ষে চেন্নাইয়ের একাদশে মোস্তাফিজের জায়গা পাওয়া অনেকটাই নিশ্চিত।

এবারের আইপিএলে চেন্নাইয়ের শুরুটা হয়েছে দারুণ। দুই ম্যাচে দুই জয়, নেট রান রেটের হিসেবে টেবিল টপার মহেন্দ্র সিং ধোনির দল।

এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে নাম লিখিয়ে মোস্তাফিজুর রহমানও আছেন ছন্দে। প্রথম দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে টুর্নামেন্টের পারপল ক্যাপের মালিকও এখন পর্যন্ত তিনি। যদিও সামনের ম্যাচগুলোতে একাদশে ফিজের সুযোগ পাওয়া নিয়ে আছে কিছুটা শঙ্কা।

তবে সে শঙ্কা দূরে রেখে চেন্নাইয়ের পরের ম্যাচের ট্রাম্পকার্ড হতে পারেন মোস্তাফিজ। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৩১ মার্চ খেলতে নামবে ধোনির দল। আর সে ম্যাচের ভেন্যু বিশাখাপত্তনম।

প্রায় ৫ বছর পর আইপিএল ম্যাচ আয়োজনের সুযোগ পেয়েছে অন্ধ্রপ্রদেশের এই স্টেডিয়াম। যেখানের উইকেট কিছুটা স্লো আর লো বাউন্সের হওয়ায় মোস্তাফিজের সুবিধা হবে অনেকটাই। কারণ অভিষেকের পর থেকে ফ্লাট উইকেটে রঙ হারালেও স্পিন নির্ভর উইকেটে বরাবরই দুর্দান্ত কাটার মাস্টার।

যদিও একাদশে ফিজের জায়গা পাওয়াটা কঠিন নির্দিষ্ট বিদেশি কোটার কারণে। মাথিশা পাথিরানাও ফুল ফিট। তাই এই বাংলাদেশি পেসারের পারফর্ম করেই টিকে থাকতে হবে। যদিও চেন্নাইয়ের কাছে প্রাধান্য পাচ্ছে ফিজের অভিজ্ঞতা।

দলের ব্যাটিং কোচ মাইক হাসি বলেন, ‘ মোস্তাফিজ প্রথম দুই ম্যাচে প্রত্যাশা পূরণ করেছেন। একজন বাঁহাতি পেসার হিসেবে তিনি দারুণ অপশন। তার স্লোয়ার বল বেশ ভালো। যখন সে ডেথ ওভারে চাপের মুহূর্তে বোলিং করেন, তখনো নিজের মাথা ঠান্ডা রাখতে পারেন। আমার ধারণা, এ মুহূর্তে এটা আমাদের কাজে আসছে। ডেথ বোলিংয়ে আমাদের ভালো কিছু অপশন রয়েছে। এটা গুরুত্বপূর্ণ। ’

বিশাখাপত্তনমে এখন পর্যন্ত আইপিএলের ম্যাচ গড়িয়েছে ১৩টি। ২০১২ থেকে ১৯, সে সবগুলো ম্যাচেই আধিপত্য ছিল স্পিনারদের। মাত্র ৪ আন্তর্জাতিক টি-টোয়েন্টির পরিসংখ্যানও অনেকটাই এমন। তাই প্রত্যাশা করাই যাই, দিল্লির বিপক্ষে এবারের উইকেট শিকারের সংখ্যাটা বড় করার সহজ সুযোগ ফিজের সামনে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি