1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন

দুর্নীতির সব মামলা থেকে মুক্তি পেলেন নওয়াজ শরিফ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

প্রধানমন্ত্রী থাকাকালীন তিনটি দুর্নীতি মামলায় দোষী প্রমাণিত হয়ে জেলে গিয়েছিলেন নওয়াজ শরিফ। চার বছর বিদেশে স্বেচ্ছা নির্বাসন ভেঙে দেশে ফেরার দেড় মাসের মাথায় তিনটি মামলা থেকেই মুক্তি পেলেন তিনি।
মঙ্গলবার আল আজিজিয়া দুর্নীতি মামলা থেকে তাঁকে রেহাই দিল ইসলামাবাদ হাই কোর্ট। এইটিই ছিল তার বিরুদ্ধে শেষ দুর্নীতি মামলা।
আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’র নির্বাচন। তার আগে সব মামলা থেকে নওয়াজ শরিফের রেহাই তার প্রধানমন্ত্রীত্বের জল্পনা উস্কে দিল।
২০১৮ সালের ২৪ ডিসেম্বর আল আজিজিয়া স্টিল দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হলে নওয়াজ শরিফকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিল লাহোরের দুর্নীতি দমন আদালত।
উল্লেখ্য পানামা পেপারসে নাম আসায় ২০১৭ সালের ২৮ জুলাই সুপ্রিম কোর্টের নির্দেশে ক্ষমতাচ্যুত হয়েছিলেন নওয়াজ। তার বিরুদ্ধে আয়-বহির্ভূত বিপুল অঙ্কের সম্পত্তি লুকোনোর অভিযোগ ছিল। পাকিস্তানের আদালত আজীবন দলের কোনও পদে থাকতে পারবেন না বলে রায় দেন। কিছু দিন কারাবাসের পর সরকারি মধ্যস্থতায় লন্ডনে স্বেচ্ছানির্বাসনে গিয়েছিলেন তিনি।
চলতি বছর ‘সুপ্রিম কোর্ট রিভিউ অফ জাজমেন্টে অ্যান্ড অর্ডারস অ্যাক্ট ২০২৩’ বিলে স্বাক্ষর করেন সে দেশের প্রেসিডেন্ট আরিফ আলভি। নয়া এই আইন নওয়াজের দেশে ফেরার রাস্তা তৈরি করে।
গত ২১ অক্টোবর দেশে ফেরার পর আয়-বহির্ভূত সম্পত্তি এবং লন্ডনে বেনামি সম্পত্তি মামলা দুর্নীতি মামলা থেকে মুক্তি পেয়েছিলেন নওয়াজ শরিফ। এ বার শেষ মামলা থেকেও রেহাই পেলেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি