আব্দুল হান্নান রিপন: দূর্নীতি বিরোধী বিশেষ আইন প্রনোয়নের দাবিতে ঢাকাস্থ শাহবাগ চত্ত্বরে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন আ ব ম মোস্তফা আমিন আহহ্বায়ক, অহিংস গনঅভ্যুত্থান বাংলাদেশ, আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আবদুস ছাত্তার (সংঘঠক) এর নেতৃত্বে চাঁদপুরের কচুয়া উপজেলার ১২ নং আশ্রাফপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর মথুরা পুর ও অন্যান্য গ্রাম থেকে চারটি বাস যোগে প্রায় ২ শতাধিক লোক উপস্থিত হয়। উক্ত আইন প্রনোয়নের দাবিতে মথুরাপুর গ্রামের সালমা আক্তার আহহ্বায়ক, সুফিয়ান সহ আহহ্বায়ক , খোরশেদা, ফাতেমা আক্তার, মরিয়ম আক্তার, শাহিন আক্তার, মো: আনোয়ার হোসেন, জাহানারা আক্তার, শারমিন আক্তার, মো: আলমগীর হোসেন, সালমা আক্তার, উম্মে হানি, ফাতেমা আক্তার সদস্য, প্রায় তিন হাজার লোক উপস্থিত হয়ে অবৈধ অর্থ উদ্ধার ও গনমুখি বিনিয়োগ জাতীয় সংস্থা দূর্নীতি বিরোধী বিশেষ আইন জমা দানের লক্ষ্যে উপস্থিত ছিলেন। গরীর দুখি অসহায় মানুষের বিনা সুধে পুজি নেওয়ার জন্য লুন্ঠিত অর্থ উদ্ধার করে জনগনের পাশে থাকার জন্য কাজ করে যাচ্ছেন আ ব ম মোস্তফা আমিন। এই আশ্বাসে প্রায় তিন হাজার মানুষ আশ্বস্ত হয়ে সমাবেশ শেষে বাড়ী ফিরে যান।