বিশেষ রির্পোট:
নগদ একটি ডিজিটাল মানি হস্তান্তর কোম্পানি। বাংলাদেশ ডাক বিভাগের আধুনিক সংযোজন ও ডিজিটাল কর্মসূচী। অতি দ্রুত সময়ের মধ্যে নগদ বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠে। অন্যান্য ডিজিটাল মানি হস্তান্তরের বেলায় হাজারে ২০ টাকা চার্জ কর্তন করে। কিন্তু নগদ নিচ্ছে মাত্র ১০ টাকা। কম চার্জে নগদ এ্যাপের মাধ্যমে সর্বশ্রেণীর মানুষ নগদে টাকা লেনদেন করছে খুব সহজে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর সজিব ওয়াজেদ জয় ডাক ও যোগাযোগ মন্ত্রনালয়ের সহযোগিতায় দেশে নগদ একটি আধুনিক আবিষ্কার। নগদ ইতমধ্যে বিভিন্ন সরকারী বেসরকারী সেবার অর্থ পরিশোধে কাজ করছে। অদূর ভবিষ্যতে সকল ধরনের ক্রয় বিক্রয় সহ সকল বিল নগদ এর মাধ্যমে সর্বস্থরের গ্রাহক পরিশোধ করতে পারবে। এ ছাড়া গ্রাহকদের শ্রেণী বিন্যাস অনুযায়ী টাকা গ্রহণ প্রদান সহ বিভিন্ন ফি, বিল পরিশোধ,এবং প্রাপ্ত বিলের টাকাও গ্রাহক নগদের মাধ্যমে গ্রহণ করতে পারবে।
নগদের সিইও সাফায়াতের বলিষ্ট নেতৃত্বে মেধা ও প্রজ্ঞা দিয়ে নগদে কার্যক্রম পরিচালনা করছেন বলে গ্রাহক সেবার মান উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। সকল শ্রেণী ও পেশার মানুষের আস্থা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। নগদের লেনদেনে প্রতারনার সুযোগ নেই। দেশেরই কোম্পানির সরকারি কোম্পানি প্রাইভেট ও সরকারি মালিকানধীন পরিচালিত এই কোম্পানির ব্যবস্থাপনা নিয়ে কোন শংঙ্কা নেই। তাছাড়া বেসরকারী যারা নগদ এর মালিকানা পরিচালনায় সংযুক্ত।তারা দেশ প্রেমিক মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন ও লালন পালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাঙ্ক্ষিত উন্নয়ন কর্মকান্ডের সবাই জড়িত থাকেন। দুর্বারগতিতে নগদ এগিয়ে যাচ্ছে ও যাবে। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেবেই।