মোঃ ফয়েজ উদ্দিন মোল্লা , কুমিল্লা দেবিদ্বার উপজেলা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার এ সামাজিক সংগঠন ড্রিম বয়েজের উদ্যোগে তৃষ্ণার্ত মানুষের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করা হয়। সারা দেশে তীব্র গরমে মানুষের জনজীবনে চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে, গরমে মানুষ ঠান্ডা পানি কে অমৃত মনে করছেন, আজ দেবিদ্দার নিউ মার্কেট মুক্তিযোদ্ধা চত্বর, সরকারি হাসপাতাল গেইট, কুমিল্লা সিলেট মহাসড়কের বিভিন্ন গাড়ির ড্রাইভার এবং যাত্রীদের মধ্যে ঠান্ডা শরবত বিতরণ করা হয় এবং সবশেষে সরকারি হাসপাতালের THO স্যারের সাথে কথা বলে হাসপাতালের রোগী ও কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এই কোমল শরবত বিতরণ করা হয়, ড্রিম বয়েজের মুখপাত্র কাউছার হায়দার জানান অতিরিক্ত গরম এবং বিদ্যুতের লোডশেডিং এ পুরো দেশবাসী নাকাল তখন আমরা ড্রিম বয়েজের সদস্যরা চিন্তা করলাম তীব্র গরমে মানুষের শরবত খাওয়ানোর মাধ্যমে সামান্য উপকার ও হবে, তাই আজ আমরা দেবিদ্দারে প্রায় দেড় হাজার লিটার শরবত অনুসরণের বিতরণ করি, আমাদের এই ধরনের সামাজিক কর্মকান্ড অব্যাহত থাকবে।