শাহীন আলম বিশেষ সংবাদদাতা: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার কর্মরত ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকদের সাথে নব যোগদানকৃত দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান (মিনে)-র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
০৭ জুন শুক্রবার বিকেল ৫.৩০ মিনিটে দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-র রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই উপজেলার সকল সাংবাদিকদের সাথে পরিচয় প্রদানের মধ্য দিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন – দৌলতপুর প্রেসক্লাব (ডিপিসি-র) সভাপতি ও দৈনিক আজকালের খবর পত্রিকার দৌলতপুর উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল আলীম সাচ্চু ,আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ বার্তার দৌলতপুর প্রতিনিধি খন্দকার জালাল উদ্দীন, দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মোঃ শরীফুল ইসলাম, সাংবাদিক শাহীন রেজা,দৌলতপুর সাংবাদিক ফোরামের আহবায়ক ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি তাশরিক সঞ্চয়, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও ডেইলি মেছেঞ্জার এর উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ বীন জোহানী( তুহিন), আমার সংবাদ পত্রিকার দৌলতপুর প্রতিনিধি মিজানুর রহমান রিপন,দৈনিক যুগান্তর ও মোহনা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মোঃ মানজারুল ইসলাম খোকন,দৌলতপুর প্রেসক্লাব (ডিপিসি)-র সাংগঠনিক সম্পাদক ও দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রাকিব আলী, দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার বিশেষ সংবাদদাতা ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোঃ শাহীন আলম,দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার দৌলতপুর উপজেলা প্রতিনিধি ও দৌলতপুর প্রেসক্লাব (ডিপিসি-র) যুগ্ন সাধারন সম্পাদক মোঃ হেলাল উদ্দিন সহ সকল সাংবাদিক নেতৃবৃন্দ।
এ সময় দৌলতপুর কর্মরত সকল ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সকল গণমাধ্যমকর্মী ও সকল সংগঠনের সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
নব যোগদানকৃত ওসি মাহাবুবুর রহমান (মিনে) বলেন, দৌলতপুর থানা কে মাদকমুক্ত,চোরাচালান, সন্ত্রাস মুক্ত ও বাল্যবিবাহ নির্মুলে আমি সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি। তিনি তার বক্তব্যে আরও বলেন আমি আপনাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা চাই।
ওসি মাহাবুবুর রহমান(মিনে) পূর্বে ঝিনাইদহের কালিগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।