আসন্ন ধামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ড মেন্বার পদপ্রার্থী হিসাবে গতকাল ০৫/১০/২১তারিখে বন্দর উপজেলা নির্বাচন কমিশনার হইতে মোঃআব্দুস সালাম মনোনয়ন পএ ক্রয় করেন। বিগত দিনগুলোতে অএ ওয়ার্ডের সাধারণ গরিব দুঃখীদের পাশে বিপদের সময় সেবা করে আসছেন।এ ছাড়া ও স্থানীয় মসজিদ,মাদ্রাসা, ও গরিবের বিয়ে দেওয়া সহ সামাজিক উন্নয়নে কাজ করে থাকেন,তাই স্থানীয় এলাকাবাসী তাকে ভোট দিয়ে নির্বাচন করবে বলে আশ্বাসদেন। তিনি ৬নং ওয়ার্ডের এলাকাবাসীকে তাদের মূলবান ভোট দিয়ে মেম্বার পদে নির্বাচিত করতে সকলের দোয়া ও সমর্থন সহ সালাম জানান।