মোঃ আরাফাত আলী, বিশেষ প্রতিনিধি (নওগাঁ): নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজারে প্রতিবছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো কালীপূজা। পূজা শেষে অশ্রুসিক্ত নয়নে দেবী কালীকে বিসর্জন দিলেন ভক্তরা। শুক্রবার (১লা নভেম্বর) বিকালে দেবীকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় শত বছরের পুরনো ঐতিহ্যবাহী কালী পূজা। তবে প্রায় মাসব্যাপী থাকবে মেলার দোকানপাট।
বিসর্জনের দিনে আত্রাইয়ের বান্দাইখাড়া কালিতলা কালি মন্দিরে সকাল থেকে শুরু হয় ভক্তদের আরাধনা। দেবী কালীর পায়ে ছোয়ানো সিঁদুরে স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর খেলায় মেতে ওঠে সধবা মেয়েরা। ধর্মীয় রীতি অনুযায়ী প্রতিমাকে ঢাক-ঢোল ও বাদ্যের তালে তালে, মন্ত্রপাঠের মধ্য দিয়ে আত্রাই নদীতে বিসর্জন দিয়ে বিদায় জানানো হয় দেবীকে। এ সময় প্রতিমা বিসর্জনের দৃশ্য দেখতে আত্রাই নদীর দুই পারে ভীড় করেন হাজার হাজার মানুষ।
নির্বিঘ্নে বিসর্জন সম্পন্ন করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। এসব মণ্ডপে নির্বিঘ্নে উৎসব উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিলো কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের পাশাপাশি স্থানীয় মানুষদের সহায়তার ফলে কোন অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই নিবিঘ্নে অনুষ্ঠিত হয়েছে এই মহোৎসব।