মোঃ আরাফাত আলী বিশেষ প্রতিনিধি (নওগাঁ): গতকাল শনিবার (২ নভেম্বর) সকাল ৮ টার দিকে আত্রাই ভবানীগঞ্জ সড়কের তাঁতীপুকুর ব্রীজ সংলগ্ন স্থানে একটি গরু বোঝায় ভটভটি গাড়ী উল্টে ১ জন গরু ব্যবসায়ী নিহত এবং অপর তিনজন আহতের খবর পাওয়া গেছে।
নিহত গরু ব্যবসায়ী রেজাউল ইসলাম(৪৫)উপজেলার ব্রজপুর গ্রামের কেয়ামত প্রামাণিকের বড় ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘ব্রজপুর গ্রামের চারজন গরু ব্যবসায়ী একটি ভটভটি গাড়ি যোগে গরু নিয়ে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা হয়। বাড়ী থেকে দেড় কিলোমিটার দূরে তাঁতীপুকুর ব্রীজ সংলগ্ন এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে গেলে একজন নিহত, বাকী তিনজন আহত এবং হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা ঘটনা স্থল থেকে গুরুতর আহত অবস্থায় রেজাউল ইসলামকে চিকিৎসার উদ্দেশ্যে পাঠালে পপথিমধ্যে তাঁর মৃত্যু হয়। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী পাঠানো হয়েছে।
এ ব্যপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ(ওসি)শাহাবুদ্দিন জানান, ‘আমি ঘটনার জানার সাথে সাথে তদন্তে পুলিশ পাঠিয়েছি।’