নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাই উপজেলা যুব লীগের উদ্যোগে পাঁচুপুর ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের কৃষক আব্দুর রহিম তিন বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছেন আত্রাই উপজেলা যুব লীগনেতারা।
সার্বিক তত্ববধানে ছিলেন উপজেলা যুব লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান।তিনি জানান কেন্দ্রিয় যুব লীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস ও সাধারণ সম্পাদক মোঃমাইনূল হক লিখন ও নওগাঁ জেলা যুব লীগ সভাপতি এ্যাড খোদাদাদ খান টিটু সাধারণ সম্পাদক বিমান কুমার রায় এর নিদেশনায় করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকটে পড়া অসহায় কৃষকদের ধান কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছে যুবলীগ। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা যুব লীগ (ভারপ্রাপ্ত সাধারণ) সম্পাদক রাফিউল ইসলাম,প্রচার সম্পাদক হামিদুর রহমান,তাপস কুমার পাল,শ্রী উত্তম কুমার, ভোপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি জালার উদ্দিন টুকু সহ অনেকে। উল্লেখ্য-আত্রাই –রাণীনগর আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ আনোয়ার হোসেন হেলালের পৃষ্ঠ পোষকতায় করোনা মহামারিতে আত্রাই উপজেলা যুব লগের নেতৃত্বে গঠিত টিমের মাধ্যমে করোনা আক্রান্ত রোগীর পথ্য,দুস্থ্য-অসহায় মানুষের খাদ্য বিতরণ করা হচ্ছে এবং নানা মানবিক কাজে অংশ নিচ্ছে আত্রাই উপজেলা যুব লীগ ।