1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৫৩ অপরাহ্ন

নওগাঁর ইয়াদ আলীর মোড়ে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ তিন ভাই

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

মোঃ আরাফাত আলী, বিশেষ প্রতিনিধি (নওগাঁ): শনিবার(২রা নভেম্বর) আনুমানিক রাত সোয়া দশটার দিকে নওগাঁ শহরের ইয়াদ আলীর মোড়ে আকস্মিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ৩ সহোদর গুলিবিদ্ধ ও গুরুতর আহত হয়েছেন। তারা বিএনপি ও যুবদলের নেতাকর্মী।

স্থানীয়দের মতে হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী ও আওয়ামী লীগের ক্যাডার। ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে নওগাঁ সদর হাসপাল, এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত ৩ সহোদর হলেন- ইয়াদ আলীর মোড় এলাকার আফজাল হোসেনের ছেলে আব্দুল মজিদ (৬০), কাবিল হোসেন (৫২), শফিকুল ইসলাম (৪৫)। এদিকে এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করলে স্থানীয় লোকজন এবং বিএনপির নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পরলে, সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘রাত ১০টার দিকে আব্দুল মজিদ,কাবিল হোসেন ও শফিকুল দোকান বন্ধ করছিল। এসময় হঠাৎ মোটর সাইকেলযোগে এসে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি চালায় ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পালানোর সময় সন্ত্রাসীরা মোটরসাইকেল ও হামলায় ব্যবহৃত ওয়ান শুটার গান ফেলে রেখে যায়।’ বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মাহবুব হাসান জানান, ‘সন্ত্রাসী ও আওয়ামী লীগের ক্যাডার মোহাম্মদ আলী দুই সহযোগীকে নিয়ে এসে হামলা চালিয়েছে।’

নওগাঁ জেলার পুলিশ সুপার কুতুব উদ্দিন জানান, ‘হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া ওয়ান শুটার গান ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেফতার করার আশ্বাস দেন তিনি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি