মোঃ আরাফাত আলী, বিশেষ প্রতিনিধি (নওগাঁ): সোমবার (৪ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরণ,ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আওয়ামী- যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে রানীনগর থানাপুলিশ।
গত ২৪ আগস্ট রাতে রাণীনগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা, ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়ার অভিযোগে বর্তমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন ৫৬ জনের বিরুদ্ধে এজাহারনামীয় এবং আরো ৫০/৬০জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামী যুবলীগ নেতা উপজেলার বিষ্ণপুর গ্রামের হারুনুর রশিদ হিরু (৪০) কে মঙ্গলবার দুপুরে সদরের রেলগেট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সোমবার রাতে অভিযান চালিয়ে একই মামলায় আওয়ামী লীগ নেতা উপজেলার মঙ্গলপাড়া গ্রামের আব্দুল মান্নান (৬০) এবং এ ঘটনার সাথে জড়িত সন্দেহে উপজেলার পাকুড়িয়া গ্রামের ফজলু আকন্দের ছেলে যুবলীগ নেতা আব্দুর রউফ বিদ্যুৎ (৪৫) কে গ্রেফতার করা হয়েছে।
রানীনগর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ তারিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন এবং গ্রেফতারকৃতদের মঙ্গলবার (৫নভেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।