1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন

নওগাঁয় উন্মুক্তভাবে বিনামুল্যে দিনব্যপী করোনার এ্যন্টিজেন পরীক্ষা কার্যক্রম পরিচালিত

রওশন আরা শিলা
  • আপডেট : রবিবার, ৬ জুন, ২০২১

নওগাঁ প্রতিনিধি:- নওগাঁয় পরীক্ষামুলকভাব্একদিনের জন্য বিনামুল্যে উন্মুক্ত করোনার এ্যন্টিজেন পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সিভিল সার্জন ডাঃ এ বি এম আবু হানিফ বলেছেন সমাজে লুকিয়ে থাকা লক্ষন বিহীন করোনা পরিজিটিভ ব্যক্তিদের শনাক্ত করন এবং এ থেকে মানুষকে নমুনা পরীক্ষায় উদ্বুদ্ধ করতে প্রাথমিকভাবে এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

নওগাঁ শহরের জেলা স্কুলে এবং অন্য ১০টি উপজেলায় একটি করে কেন্দ্রে ভ্রাম্যমান কর্মসূচীর মাধ্যমে এ্যান্টিজেন পরীক্ষা করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হয়। ডেপুটি সিভিল সার্জন ডাঃ মঞ্জুর এ মোর্শেদ জানিয়েছেন নওগাঁ পৌরসভার সহযোগিতায় স্বাস্থ্য বিভাগ কর্ত্তৃক পরিচালিত জেলা সদরের এই ভ্রাম্যমান পরীক্ষা কেন্দ্রে বেলা ২টা পর্যন্ত ১৩৬ ব্যক্তির এ্যান্টিজেন পরীক্ষা করে রিপোর্ট প্রদান করা হয়। এদের মধ্যে ৯ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে জেলার অন্য ১০টি উপজেলায় নমুনা পরীক্ষার ফলাফল এ রিপোর্ট লেকা পর্যন্ত পাওয়া যায় নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি