সরকারের মন্ত্রী-নেতাদের বক্তব্যের প্রতি ইংগিত করে মঙ্গলবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে বিএনপির করোনা পর্যবেক্ষণ জাতীয় কমিটির আহ্বায়ক বলেন, “টিকা নিতে একজনের পাশে একজন স্বাস্থ্যবিধি না মেনে লাইনে দাঁড়িয়ে আছে। তাতে করোনা বিস্তারের ব্যবস্থা করা হচ্ছে। আমরা সেটার বিরোধিতা করছি, সমালোচনা করছি। আপনারা বেশি বেশি করে বুথ খুলতেন তাতে লোকের চাপ কমত। তা তো করেননি আপনারা।
“দেশে আমি যদি ৭০% লোককে দুই ডোজ টিকা দেই আমার ২৫ কোটি ডোজ টিকা লাগবে। সেটার কী অবস্থা, পাইপলাইনে কী অবস্থা, কবে কোনটা আসছে, কত স্টক আছে, দেশের মানুষ কিছু জানে না। সব আন্দাজে তারা বলতেছে। আমরা এগুলো নিয়ে সমালোচনা করি। টিকার বিরুদ্ধে আমরা, এটা না।”
দেশের সকল মানুষের জন্য টিকা কবে আসবে তার সুনির্দিষ্ট রোডম্যাপ জনসমক্ষে প্রকাশের জন্য সরকারের প্রতি আহ্বান জানান টুকু।
ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার উদ্বোধন ও ওষুধসামগ্রী বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠান হয়।
সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, মহাসচিব অধ্যাপক আব্দুস সালাম, ফরিদপুরের মোদাচ্ছির আলী ইসা, মাহবুবুল হাসান পিন্টু, খন্দকার নাসিরুল হক নাসির প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “(সরকার) এতো বড় বড় কথা বলেন। ছবিতে বড় বড় ফ্লাইওভার, উড়াল সেতু, দোতলা-তিনতলা রাস্তার ছবি দেখান যে, উন্নয়নে ভেসে যাচ্ছে। একেবারে প্রবল উন্নয়নে বাংলাদেশ সয়লাব। এসব উন্নয়নের গল্প শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে গেছি।