বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়ায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন।
বুধবার জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়া ও মহাসচিব সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের (বিচারক) সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এক অভিনন্দন বার্তায় বিষয়টি জানান।
অভিনন্দন বার্তায় বলা হয়, বিচারকরা দৃঢ় ভাবে বিশ্বাস করেন তার যোগ্যতা, দক্ষতা, বিচারিক অভিজ্ঞতা ও বিলিষ্ট নেতৃত্বে বিচার বিভাগে অধুনিকতা ও গতিশীলতা আসবে এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করে মানুষকে বিচারিক সেবা দেওয়ার ক্ষেত্রে বিচার বিভাগ আরো কার্যকর ভূমিকা পালন করবে। এছাড়া অভিনন্দন বার্তায় প্রধান বিচারপতি হিসেবে সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।