1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন

নতুন বছরের রাজনীতিতে ঐক্য ধরে রাখাই চ্যালেঞ্জ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

অনেক নাটকীয়তা, অনেক উত্থান-পতন, পট পরিবর্তনের বছর হিসেবে ২০২৪ সাল বিদায় নিয়েছে। নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর যুগান্তকারী পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে নতুন বছর ২০২৫। স্বাধীনতা ৫৩ বছরেরও বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারেনি। বঞ্চনা, নিপীড়ন, বৈষম্য, অনিয়ম, দুর্নীতি স্বেচ্ছাচারিতার বেড়াজালে আজও বন্দি দেশের বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ।

এখনো সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না থাকলেও বিএনপিসহ বিভিন্ন দল দ্রুত নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়াবে বলেই দলগুলোর নেতারা বলছেন। চাপ বাড়তে পারে সংস্কার প্রশ্নেও।

গত ৫ আগস্টের অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী শাসনের পতনের পর রাজনৈতিক দলসহ অন্যান্য অংশীজন ও ছাত্র-জনতার মধ্যে যে ঐক্য দেখা গিয়েছিল, সংস্কার ও নির্বাচন নিয়ে সেই ঐক্যের জায়গায় ইতিমধ্যে কিছুটা মতপার্থক্য তৈরি হয়েছে। এ বছর রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে।

সংস্কার আগে নাকি নির্বাচন আগে—এ নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাড়ছে। দেশের অন্যতম প্রধান দল বিএনপি এবং এর মিত্র দল ও জোটগুলোর বেশির ভাগই প্রয়োজনীয় সংস্কার সেরে দ্রুত নির্বাচন চাইছে।

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি