1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৪৩ পূর্বাহ্ন

নতুন সিএজি নুরুল ইসলামের শপথ গ্রহণ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

নতুন নিয়োগপ্রাপ্ত মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নুরুল ইসলাম শপথ গ্রহণ করেছেন।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ বুধবার তাকে শপথ বাক্য পাঠ করান। সুপ্রিমকোর্টের রেজিস্টার জেনারেল মো. গোলাম রাব্বানী শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।
এ সময় আপিল বিভাগের বিচাপতিগন, সুপ্রিমকোর্ট প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সুপ্রিমকোর্ট প্রশাসনের এক স্মারকে গতকাল বলা হয়, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নবনিযুক্ত মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নুরুল ইসলামকে আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় সুপ্রিমকোর্টের জাসেস লাউঞ্জে শপথবাক্য পাঠ করাবেন।
গত ১৩ জুলাই অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের হিসাব মহানিয়ন্ত্রক মো. নুরুল ইসলামকে সিএজি পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রশাসন অধিশাখা-২ থেকে গত ১৩ জুলাই জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৭ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে মো. নুরুল ইসলামকে নিয়োগ দিয়েছেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, নুরুল ইসলাম দায়িত্ব নেয়ার পর থেকে পাঁচ বছর বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে হবে, সে সময় পর্যন্ত সিএজি পদে দায়িত্ব পালন করবেন। তিনি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (পারিশ্রমিক ও বিশেষ অধিকার) আইন, ১৯৯৮ অনুযায়ী বেতন ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা পাবেন।
আজ শপথ গ্রহণের মধ্য দিয়ে সিএজি পদে মো. নুরুল ইসলামের নিয়োগ কার্যকর হলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি