ঝিনাইদহের শৈলকুপায় ননদের ছোড়া কেমিকেল জাতীয় দাহ্যপদার্থে ঝলছে গেছে সুমি খাতুন নামের এক গৃহবধুর শরীর। এ ঘটনায় শৈলকুপা থানায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে অভিযুক্ত ননদ যমুনা খাতুনকে গ্রেফতার করে পুলিশ।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গির আলম জানান, পারিবারিক কলহের জের ধরে গত শনিবার দুপুরে বাড়িতে বসে থাকা অবস্থায় গৃহবধু সুমির শরীরে কেমিকেল জাতীয় দাহ্যপদার্থে ঢেলে দেয় ননদ যমুনা খাতুন। পরে সেখান থেকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে সুমিকে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে সুমির বাবার বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে রোববার বিকেলে আবারো সদর হাসাপাতালে ভর্তি করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হলে পুলিশ অভিযুক্ত ননদকে গ্রেফতার করেছে।তার শরীরের ১৫ ভাগ পুড়ে গেছে। সুমির শারিরীক অবস্থা খারাপ তাই তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হবে বলে জানিয়েছেন চিকিৎসক।