শেরপুরঃ ২৩ এপ্রিল শুক্রবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজারে জাল টাকা সহ মেহেদী হাসান নামে এক ব্যাক্তিকে আটক করে থানায় পাঠানো হয়েছে ।
স্থানীয়সূত্রে জানাযায়, উপজেলার নন্নী বাজারে শুক্রবার হাটবার থাকায় ওই ব্যাক্তি এক দোকানে দৈ কিনে ১ হাজার টাকার ১টা জাল নোট দেয় এবং বাকী টাকা ফেরত নেয় পরে আরেক সুপারির দোকান থেকে ৪০ টাকার সুপারি কিনে আরেকটি ১ হাজার টাকার জাল নোট দেয় এবং বাকি টাকা ফেরত নিয়ে আবারো মসলা কিনতে গিয়ে আবারও জাল নোট দিলে দোকানদার এবং জনতার নিকট হাতে নাতে ধরা পরে।
জাল টাকা কারবারীকে আটকের পর নন্নী ইউপি ভবনে নেয়া হয়। চেয়ারম্যান গৌরিপুর থানায় যোগাযোগ করলে তাকে চিনতে না পারায় নালিতাবাড়ী থানায় পাঠান। জাল টাকা সহ আটক মেহেদী হাসান জিঞ্জাসা বাদে জানায় তার বাড়ী ময়মনসিংহের গৌরিপুর উপজেলার রাজগৌরিপুরে ।
এব্যাপারে নন্নী ইউপি চেয়ারম্যান একে এম মাহবুবুর রহমার রিটন বলেন, নন্নীবাজারে কোন ধরনের অপরাধ, অন্যায় কাজকে আশ্রয়- প্রশ্রয় বা ছাড় দেয়া হয়না। আমি তাকে ৩ টা ১ হাজার টাকার জাল নোট ও একটি মোবাইল আইনানুগ ব্যবস্থার জন্য থানায় পাঠিয়েছি।