জেলা প্রতিনিধি, শেরপুর: “যুক্তির শক্তিতে আলোকিত হোক ভবিষ্যত” এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ২ টার দিকে শেরপুরের নবারুণ পাবলিক স্কুলে বিতর্ক প্রতিযোগীতা -২০২৪ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ছিল: “অবকাঠামো পরিবর্তনের মাধ্যমেই সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব।” পক্ষে অবস্থান করে বিদ্যালয়ের দশম শ্রেণির দল আর বিপক্ষে অবস্থান করে নবম শ্রেণির একটি দল। পক্ষদলকে পরাজিত করে প্রতিযোগিতায় বিজয়ী হয় বিপক্ষ দল। প্রতিযোগীতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয় পক্ষ দলের দলনেতা অগ্নি দাম। এছাড়াও পক্ষ দলের অন্য বিতার্কিকরা হলেন ফাবিহা ও ফারিহা। বিপক্ষ দলে বিতার্কিক হিসেবে ছিল আরশি, আফ্রিদিতি ও আঁকা।
বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ খন্দকার আনোয়ার হাবিব কমল। অনুষ্ঠানে প্রধান আলোচক ও বিচারকের ভূমিকা পালন করেন দেশসেরা বিতার্কিক এমদাদুল হক রিপন। এছাড়াও বিচারকের ভূমিকা পালন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিক মোস্তাক আহমেদ ও সুমন সোহানুর।প্রতিযোগীতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সম্মানিত পরিচালক জনাব তরুণ চক্রবর্তী ও জনাব আক্তারুজ্জামান উজ্জ্বল। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।