নরসিংদী প্রতিনিধি : এসএসসি পরীক্ষায় অটো পাশের দাবিতে নরসিংদীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে এসএসসি পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
পরে মিছিলটি ডিসি রোড ঘুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে জড়ো হয়। এসময় শিক্ষার্থীরা অটো পাশের দাবিতে বিভিন্ন শ্লোগান ও প্ল্যাকার্ড প্রর্দশন করেন। একপর্যায়ে শিক্ষার্থীরা উপজেলার মোড়ে প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ সৃষ্টি করেন। এসময় কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ এসে শিক্ষার্থীদের নিভৃত করা চেষ্টা চালায়।
এতে শিক্ষার্থীরা না মানলে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) বেলাল হোসেন, সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার চৌধুরী, ওসি তদন্ত আতাউর রহমান, শিক্ষাবিদ ড. মশিউর রহমান মৃধাসহ পুলিশের কর্মকর্তা ঘটনাস্থলে এসে তাদের দাবির বিষয়ে সরকারকে অবহিতকরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।