1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৪ অপরাহ্ন

নরসিংদীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

মো: খায়রুল ইসলাম
  • আপডেট : শনিবার, ২৬ জুন, ২০২১

নরসিংদী প্রতিনিধিঃ মাদক দ্রব্যের অপব্যবহার প্রতিরোধ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার দূঢ় প্রত্যয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নরসিংদীর উদ্যোগে গতকাল শনিবার সকালে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়। এ বিষয়ে কেন্দ্রীয়ভাবে কোন কর্মসূচী না থাকলেও স্থানীয়ভাবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে “মাদক বিষয়ে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাচাই জীবন” স্বাস্থ্যবিধী মেনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নরসিংদী জোন এর সহকারী পরিচালক মো: নাজমূল হকের নেতৃত্বে বিপুল পরিমান হ্যান্ড স্যানিটাইজার, পোস্টার ও লিফলেট বিতরন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিদর্শক মো: জাকিরুজ্জামান, উপ-পরিদর্শক মো: সেরাজুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক এম.এম ইউনুছ আলী, মো: মাহাবুব আলম প্রমুখ। এ উপলক্ষে সহকারী পরিচালক মো: নাজমুল হক বলেন, মাদকের ছোবল থেকে তরুন ও যুব সমাজকে রক্ষা করতে সরকার বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করেছে। তিনি আরো বলেন, মাদক একটি বহুমুখী ও বাহুতান্ত্রিক জটিল সমস্যা। দেশের যুব সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে হলে সমাজের সকলস্থরে মাদকের কুফল সর্ম্পকে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। পরে জুমের মাধ্যমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি