নরসিংদী প্রতিনিধিঃ মাদক দ্রব্যের অপব্যবহার প্রতিরোধ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার দূঢ় প্রত্যয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নরসিংদীর উদ্যোগে গতকাল শনিবার সকালে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়। এ বিষয়ে কেন্দ্রীয়ভাবে কোন কর্মসূচী না থাকলেও স্থানীয়ভাবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে “মাদক বিষয়ে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাচাই জীবন” স্বাস্থ্যবিধী মেনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নরসিংদী জোন এর সহকারী পরিচালক মো: নাজমূল হকের নেতৃত্বে বিপুল পরিমান হ্যান্ড স্যানিটাইজার, পোস্টার ও লিফলেট বিতরন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিদর্শক মো: জাকিরুজ্জামান, উপ-পরিদর্শক মো: সেরাজুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক এম.এম ইউনুছ আলী, মো: মাহাবুব আলম প্রমুখ। এ উপলক্ষে সহকারী পরিচালক মো: নাজমুল হক বলেন, মাদকের ছোবল থেকে তরুন ও যুব সমাজকে রক্ষা করতে সরকার বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করেছে। তিনি আরো বলেন, মাদক একটি বহুমুখী ও বাহুতান্ত্রিক জটিল সমস্যা। দেশের যুব সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে হলে সমাজের সকলস্থরে মাদকের কুফল সর্ম্পকে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। পরে জুমের মাধ্যমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।