নরসিংদী প্রতিনিধিঃ বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরন ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে নরসিংদীর পলাশে জাঁকজমকপূর্ণ পরিবেশে দুই দিনব্যাপি উন্নয়ন মেলা শুরু হয়েছে। আজ শনিবার সকালে পলাশ উপজেলা শহীদ মিনার মাঠে পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করেন পলাশের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ।
উদ্বোধনের আগে সংসদ সদস্যের নের্তৃতে এক র্যালী পলাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পলাশ উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশের সাংসদ ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ। এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক শরিফ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এস এম শফি, জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী প্রমুখ।
এ বছর সরকারের উন্নয়নের সাফল্য নিয়ে মেলায় উপজেলার বিভিন্ন দপ্তর, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ ২৫ টি স্টল অংশ গ্রহণ করে।