1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

নাইজেরিয়ার বন্দুকধারীর গুলিতে অন্তত ৩০ জন নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

উত্তর নাইজেরিয়ার তিনটি রাজ্যে আলাদা হামলায় অন্তত ৩০জন নিহত এবং কয়েকটি শিশুকে অপহরণ করা হয়। পুলিশ এবং বাসিন্দারা এ খবর দিয়েছে। ওই অশান্ত অঞ্চলে এটাই সর্বসাম্প্রতিক সহিংস ঘটনা।
সশস্ত্র গ্যাংগুলো মোটর বাইকে করে প্রায়ই গ্রামবাসী, ছাত্রদের ওপর হামলা চালায় এবং তাদের জিম্মি করে। ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি কম হওয়ায় তারা এর সুযোগ নেয়। খবর ভয়েস অব আমেরিকার
বাসিন্দারা বলছেন, সশস্ত্র লোকেরা শনিবার জামফারা রাজ্যে জানকাবো এবং সাকিদা গ্রামে ২৪জনকে হত্যা করে। পাশে গোরা গ্রামে কাঠ সংগ্রহ করার সময় বন্দুকধারিরা কয়েকজন শিশুকে অপহরণ করে।
পুলিশের মুখপাত্র আহমাদ রুফাই বলেন, পাশে সোকোটো রাজ্যের ৫টি গ্রামেও শনিবার হামলা চালানো হয়। নিহতদের রবিবার কবর দেয়া হয়।
জামফারার পুলিশের মুখপাত্র ওই হামলার কথা স্বীকার করেন তবে বলেন ১৩ জন নিহত হয় এবং ৯ জন ছেলে ও মেয়েকে অপহরণ করা হয়েছে।
বেনু রাজ্যে বন্দুকধারিরা ২৫ জনকে হত্যা এবং তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে জানান দুইজন বাসিন্দা। হামলার কারণ জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি