নাগরপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি: “ছাত্র-শিক্ষক কৃষক ভাই ইঁদুর দমনে সহযোগিতা চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অভিযানের উদ্বোধন করা হয়। আগামী ১০ নভেম্বর পর্যন্ত চলবে এ অভিযান।
এ উপলক্ষ্যে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। এরপর পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইঁদুরের ক্ষতি নিধরশন ও ইঁদুর দমনে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীপ ভূমিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো. রফিকুল ইসলাম, কৃষি অফিসার ইমরান হোসাইন, উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান, নাগরপুর উপজেলা বি এন পি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, জামায়াত ইসলামির সেক্রেটারি অধ্যাপক আবদুস ছালাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি শিব শংকর সূত্রধর, সাধারণ সম্পাদক প্রভাস চক্রবর্তী সহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।